মুন্সীগঞ্জ বিআরটিএ’র অফিস বন্ধ!

brtaহরতালের দ্বিতীয় দিনে গতকাল সারাদিনই যানবাহন চলাচল বন্ধের সঙ্গে পাল্লা দিয়ে আদালত পাড়ায় বিআরটিএ’র জেলা কার্যালয় তালাবদ্ধ থাকতে দেখা গেছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দূর-দূরান্ত থেকে ছুটে আসা বিভিন্ন যানবাহনের মালিক-চালকরা হরতালে গাড়ি বন্ধ থাকায় লাইসেন্সসহ আনুষঙ্গিক কাজ সারতে ঢুঁ-মারেন বিআরটিএ’র কার্যালয়ে। কিন্তু অফিসটি তালাবদ্ধ থাকায় উভয় সঙ্কটে পড়েছেন তারা। হরতালের প্রথম দিন সোমবারও এভাবেই তালাবদ্ধ ছিল অফিসটি। যদিও অফিসের দরজায় লেখা রয়েছে ‘জেলা বিআরটিএ’র কর্মদিবস রবি থেকে বৃহস্পতিবার’। কিন্তু হরতালের দুই দিনেই অফিসটি ছিল তালাবদ্ধ। কোন কর্মকর্তা-কর্মচারী ওই অফিসে আসেন নি।
brta
মানবজমিন

Leave a Reply