মুন্সীগঞ্জে উদ্ধার হওয়া লাশটি সুকানি ফারুকের

মুন্সীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে রবিবার দুপুরে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফারুক হোসেন (৪৫)। সে চাঁদপুর মতলব উপজেলার রায়েরকান্দি গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। ফারুক একটি বালুবাহী বাল্কহেডের সুকানি শ্রমিক হিসেবে কাজ করতো। ফারুক শুক্রবার রাত থেকে নিখোঁজ থাকার পর রোববার দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।

শুক্রবার রাতে ফারুক নিখোঁজ হওয়ায় তার পরিবার বন্দর থানায় একটি জিডি করেন। রবিবার সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্ট কারখানার সামনে শীতলক্ষ্যা নদী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।

এদিকে ফারুককে হত্যা করা হয়েছে এমন অভিযোগে বন্দর থানা পুলিশ শরীফ নামের তার এক সহযোগীকে আটক করেছে।

বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, আল্লাহর দান নামের একটি বাল্কহেড মেরামত করার জন্য ৩ মাস আগে মাহমুদনগর এলাকায় সরদার ডকইয়ার্ডে তোলা হয়। ওই বাল্কহেড মেরামতের তদারকি করার জন্য মালিক পক্ষ বলগেটের সুকানি ফারুক ও শ্রমিক শরীফকে নিয়োজিত করে।

নিখোঁজের পর রবিবার দুপুরে মুন্সিগঞ্জে লাশ উদ্ধারের পর ওই রাতেই ফারুকের পরিবার মুন্সিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করে।

প্রাথমিকভাবে একে হত্যাকান্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের আগে চূড়ান্ত কিছু জানানো যাবে না বলে জানিয়েছে পুলিশ।

জাস্ট নিউজ

Leave a Reply