৮০ হাজার টাকা হারিয়ে বিলাপ করছে কাপড়ের দোকানের কর্মচারী মিলন

মুন্সিগঞ্জের হাওয়া ওড়না বিতানের কর্মচারী মিলন দীর্ঘদিন ধরে ঢাকা থেকে মালামাল ক্রয় করে আনা নেয়া করছেন। একই ভাবে বুধবার সকালে ব্যাংক থেকে ৮০হাজার টাকা উত্তোলন করে ঢাকা পোস্তাগোলার উদ্দেশ্যে রওয়ান হন। দিঘিরপাড় ট্রান্সপোর্ট বাসে চড়ে রওয়া হওয়ার কিছুক্ষণ পরই তাকে অজ্ঞান করে তার সাথে থাকা ৮০হাজার টাকা একটি মোবাইল নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। অজ্ঞান পার্টির কেউ পোস্তাগোলায় বসে মোবাইল থেকে ফোন দিয়ে নিশ্চিত করে যে মিলন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্ব¯^ হারিয়েছে।


সে এখন পোস্তাগোলা ব্রিজের নিচে বাস কাউন্টারে অজ্ঞান হয়ে পড়ে আছে। হাওয়া ওড়না বিতানের মালিক কাওছার আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে মিলনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসে। কিন্তু অবস্থার উন্নতি না হলে রাতে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্ব¯^ হারিয়ে সে এখন শুধু ছিনতাই হওয়া টাকা কথাই শুধু চিন্তা করছে আর বিলাপ করে বলছে টাকা কোথায় পাবো। কোথা থেকে এই টাকা দেব আমি।

ইউপিবি

Leave a Reply