সদর উপজেলার রাঢ়ীপাড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার বাদীকে হুমকি ও তার ৩ আত্মীয়কে আসামী পক্ষের লোকজন মারধর করায় শনিবার সকালে সদর থানায় জিডি দায়ের করেছেন মামলার বাদী শাহ আলী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত মামলা তুলে নিতে আসামী মহিদুল ইসলামের লোকজন বাদী শাহ আলীর ছেলেসহ ৩ জনকে ২০ ঘন্টা গৃহবন্দি করে রেখে মারধর করে।
পরে শুক্রবার বিকেল বেলা মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের হস্তক্ষেপে স্থানীয় বাংলাবাজার ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নুর মধ্যস্থতায় আসামীদের হাত থেকে মুক্তি পায় বাদীর ওই ৩ আত্মীয়।
গত মঙ্গলবার মহিদুল ইসলাম ও শাহ আলীর দু’পক্ষের মধ্যে রাঢ়ীপাড়া গ্রামে সংঘর্ষ হলে নারীসহ ১২ জন আহত হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাদী শাহ আলীর নিকট আত্মীয় মোতালেব চৌধুরী।
সংঘর্ষের পরের দিন সদর থানায় প্রতিপক্ষ মহিদুল ইসলামসহ প্রতিপক্ষের ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন শাহ আলী।
ওয়ান নিউজ
Leave a Reply