মুন্সীগঞ্জে ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি শাহআলমকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদরের গুয়েরকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহ আলম সদর উপজেলার গুহেরকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গুহেরকান্দি গ্রাম থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে। সে একটি ডাকাতি মামলার ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি আরও জানান, সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট রয়েছে।

নিউজ পয়েন্ট

Leave a Reply