ধলেশ্বরী ও মেঘনা নদীতে ৭৭ মণ জাটকা আটক

jatkaমুন্সীগঞ্জের ধলেশ্বরী ও মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। রোববার ভোরে পৃথক অভিযান চালিয়ে জাটকাগুলো আটক করা হয়। সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারাবান তাহুরার উপস্থিতিতে আটক জাটকাগুলো ২৫টি মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।


জানা গেছে, রোববার ভোরে শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম.ভি রিয়াজ-২ থেকে ৭টি ঝুড়ি, শুরেশ্বর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম.ভি আদর থেকে ১২টি ড্রামে মোট ৭৭ মণ জাটকা আটক করা হয়।
jatka
সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জআমান জানান, কোস্টাগার্ডের একটি দল ধলেশ্বরী ও মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে ২টি যাত্রীবাহী লঞ্চ থেকে এগুলো আটক করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply