অর্থনৈতিক মুক্তি আসেনি – সিরাজুল ইসলাম চৌধুরী

কাঙ্ক্ষিত বাংলাদেশ
দেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীনতা নিয়ে যে প্রত্যাশা ছিল, আজকের এই দিনে এসে বলতে পারি, এর কিছুটা পূরণ হয়েছে। স্বাধীনতা একটি ভৌগোলিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা। সে হিসেবে আমরা নিজেরা নিজেদের দেশ পরিচালনা করছি। আমি মুক্তিযুদ্ধকে দেখছি সামগ্রিক মুক্তির জন্য। তবে এই মুক্তি মূলত অর্থনৈতিক মুক্তি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপাকালে প্রবীণ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের রাষ্ট্র পুঁজিবাদী উন্নত আদর্শে দীক্ষিত। সবাই নিজেদের উন্নতি দেখে। কিন্তু মুক্তিযুদ্ধের বিষয়টি ছিল সবার মুক্তি। সেটি হয়নি। এখানে কিছু লোকের মুক্তি হয়েছে। সামগ্রিকভাবে সব মানুষের মুক্তি আসেনি বা হয়নি। তাই এ ক্ষেত্রে বলতে পারি, মুক্তিযুদ্ধের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। সামাজিক ব্যবস্থায় বিপর্যয় রয়েছে।

দেশবরেণ্য এই শিক্ষাবিদ মনে করেন, মুক্তিযুদ্ধের ‘মুক্তি’_ এই বিষয়টিকে পুনর্জাগরণ করা দরকার। ৪২ বছর ধরে রাজনৈতিক সংকট লেগেই আছে। একটার পর একটা সংকট আসছে। কিন্তু সবার অর্থনৈতিক মুক্তি আসেনি।

বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply