আল ইমরান: একটি প্রভাবশালী সিন্ডিকেট মহলের কারসাজিতে এবার মুন্সীগঞ্জ শহরের মাছ বাজার ইজারা আহ্বান করা হয়নি। প্রতি বছরের ন্যায় এবার ও মুন্সীগঞ্জ পৌরসভাস্থ বিভিন্ন হাট বাজার ও গণসৌচাগার ইজারার টেন্ডার আহ্বান করা হয়েছে। যা গত ১১ মার্চ, ২০১৩ খ্রি: ও ২৭ ফাল্গুন ১৪১৯ বাংলা তারিখে দৈনিক মুন্সীগঞ্জের কাগজের তৃতীয় পৃষ্ঠার ৬ষ্ঠ, ৭ম ও ৮ম কলামে বিজ্ঞপ্তি নং- ১ এ প্রকাশিত হয়। যার স্মারক নং মুঃপৌঃপ্রশাঃ/সাধাঃ/২০১৩/৯৪১। প্রতিবছর মুন্সীগঞ্জ পৌরসভার মাছের বাজারসহ ২০টি বিষয়ের ইজারার টেন্ডারের বিজ্ঞপ্তি দেওয়া হলে এবছর মুন্সীগঞ্জ মাছ বাজারের বিজ্ঞপ্তি আহ্বান করা হয়নি।
উল্লেখ্য গত বছর মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টেন্ডারের শিডিউল এর ৭৬ ও ৭৭ নং রেড চার্টে ১টি মহল বিশেষের কারসাজিতে ও অসামঞ্জস্য দেখা দিলে মুন্সীগঞ্জ শহর ক্ষুদ্র মাছ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে গত ১১.০৩.২০১২ ইং তারিখে একটি রিট পিটিশন নং ২৫২৯/২০১২ হাইকোর্টে একটি রিট পিটিশন করা হলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মো: খুরশিদ আলম সরকার সমন্বয়ে ৭৬ ও ৭৭ দুটি ক্রমিক নং এর উপর রুল নিশি জারি ও স্থগিতের আদেশ দেন এবং ৭৮ নং ক্রমিক অনুযায়ী খাড়ি প্রতি ১০ টাকা হারে টোল আদায়ের আদেশ দেন। আগামী ৩১ চৈত্র ১৪১৯ সন পর্যন্ত এই নির্দেশের কার্যক্রম শেষ হয়ে যাবে। তাই এবারও উক্ত প্রভাবশালী সিন্ডিকেটের কারসাজিতে এবারের টেন্ডারে মুীন্সগঞ্জ শহর মাছ বাজারের নাম উল্লেখ করা হয়নি বলে মুন্সীগঞ্জ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যগণ মনে করছেন। তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবার ও আশঙ্ককা প্রকাশ করছেন।
শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র এ.কে.এম ইরাদাত মানু বলেন, শহর মাছ বাজার বিষয়টি নিয়ে এখনো কোন চিন্তা ভাবনা করি নাই। একটু সমস্যা আছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাইকোর্টে যেহেতু মামলা আছে দেখা যাক কি করা যায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার স্বার্থে আঘাত হানতে একটি প্রভাবশালী সিন্ডিকেট মহল উঠে পরে লেগেছে। ৭৬/৭৭ নং রেট কোট চার্টের উপর উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকলেও ৭৮ নং চার্টের উপর কেন টেন্ডার আহ্বান করা হয়নি তা আমার বোধগম্য নয়।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কাউন্সিলর জানান, কোন বিষয়ে মিটিং ডাকলে জানতে পারি। গোপনে কোন সিদ্ধান্ত নিলে তা আর জানতে পারি না। তবে লেজে গোবরে সমস্য দেখা দিলে তখন এমনিতেই জানতে পারি।
এ বিষয়ে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বলেন, বিষয়টি আমার জানা নেই। পৌরসভার এতগুলো হাট বাজারের টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হল শহর মাছ বাজারটি কেন টেন্ডার দেয়া হল না, মাছ বাজার নিয়ে কোন মামলা আছে কিনা খোজ খবর নিয়ে জানাবো।
নিউজএক্সপ্রেসবিডি
Leave a Reply