ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরের মাসুরগাঁও ফেরিঘাট এলাকা থেকে দুই হাজার ৬০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হরতালের দায়িত্ব পালন করার সময় পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ফেলে চালক দৌড়ে চলে যায়।
তিনি জানান, এ সময় পুলিশ প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই হাজার ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর পুলিশ প্রাইভেটকারের মালিকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে বলেও জানান ওসি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
================
শ্রীনগরে দুইহাজার বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার আটক
আরিফ হোসেন: শ্রীনগরে দুইহাজার বোতল ফেনসিডিল সহ প্রাইভেট কার আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাও বাসষ্ট্যান্ড থেকে শ্রীনগর থানার এসআই হানিফ প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৪-৪৫৫৮) আটক করে। এসময় প্রাইভেট কারের চালক দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তল্লাশী করে প্রাইভেটকার থেকে ২০৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
Leave a Reply