সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর-চর সৈয়দপুরের ফুলহার এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েন। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুল আজিজ (৪৫) ও শহিদুলকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত ইব্রাহিমসহ (৪২) বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলহার গ্রামের আব্দুল আজিজ ও আব্দুল হাই গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বাড়ি সংলগ্ন জমিতে গাছের সঙ্গে আব্দুল আজিজ গরু বাঁধতে গেলে আব্দুল হাই বাধা দেয়। এ নিয়ে ওই দিন সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে পরদিন সকাল ৬টার দিকে আব্দুল হাই ও তার পক্ষের লোকজন প্রতিপক্ষের আব্দুল আজিজ ও তার স্বজনদের ওপর হামলা চালায়। এতে আব্দুল আজিজসহ তার পক্ষের ১০ জন আহত হন।

এদিকে, এ ঘটনায় হামলাকারী আব্দুল হাই পক্ষের মো. তৈয়ব আলী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply