মুন্সীগঞ্জে কালের ছবির অফিস উদ্বোধন

মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক অনুসন্ধানী ছবি ভিত্তিক সংগঠন কালের-ছবির নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মানিকপুর এলাকায় এ অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে বাদ আসর অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উদ্বোধনকালে ছিলেন অধ্যাপক মো. শাহজাহান মিয়া, দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক ও বিক্রমপুর ইতিহাস পরিষদের সভাপতি কবি ফাহিম ফিরোজ, কবি যাকির সাইদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সমকাল সাংবাদিক মামুনুর রশীদ খোকা, প্রভাষক মো. জুনায়েদ, কালের ছবির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক আল-মামুন, গ্লোরিয়া একাডেমির সাংগঠনিক সম্পাদক মাহবুব-উল আলম স্বপন, সাংবাদিক গোলজার হোসেন প্রমুখ।


উল্লেখ্য, কালের ছবির সংগঠনটির একঝাঁক তরুণ বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতিভিত্তিক ছবি ধারণ ও প্রচার করে আসছে।

জাস্ট নিউজ

Leave a Reply