চলে গেলেন বাউল সাধক আব্দুস সাত্তার মহন্ত

baoul sattar‘আমিতো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবি। আছনি কেউ সঙ্গের সাথী, সঙ্গেনি কেউ যাবি, আমিতো মরে যাবো’ জনপ্রিয় এ গানটির গীতিকার বাউল সাধক আব্দুস সাত্তার মহন্ত আর নেই। শনিবার দিনগত রাত ২টা ৩৮মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।


রোববার বাদ যোহর তার নিজ বাড়ি মুন্সীগঞ্জ লৌহজংয়ের কুরিগাঁও মসজিদে জানাজা শেষে কেরানীগঞ্জ থানাধীন জাজেন্দ্রপুর কদমপুরে তার সাধক আস্তানায় দাফন করার জন্য তার লাশ নিয়ে যাওয়া হয়।

এ সময় বাউল সাধক শাহালম সরকার, কানন দেওয়ান, আশ্রফ দেওয়ান,পরশ আলী দেওয়ান, আক্কাছ দেওয়ানসহ তার অনেক ভক্ত উপস্থিত ছিলেন।

এর আগে ১৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাংলামেইল২৪

Leave a Reply