টঙ্গিবাড়ীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ীতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম সোনিয়া আক্তার (১৯)। রোববার দিবাগত রাতে পুলিশ স্বামীর বসত বাড়ি থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধু ৩ মাসের অন্ত:সত্বা ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার টঙ্গিবাড়ী উপজেলার যষলং ইউনিয়নের নয়া দিঘীরপাড় গ্রামে।


নিহতের স্বামী দিদার হোসেন দাবী করেন- দাম্পত্য কলহের জের ধরে বসত ঘরের আঁড়ার সঙ্গে পরিধেয় কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সোনিয়া আত্মহত্যা করেছে। নিহত গৃহবধু একই উপজেলার একই ইউনিয়নের নয়না গ্রামের আব্দুর রশীদের মেয়ে। ২ বছর আগে নয়া দিঘীরপাড় গ্রামের আজিজ খানের ছেলে দিদার হোসেনের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়।

ওয়ান নিউজ

Leave a Reply