বাজারের টেন্ডার নিয়ে দু’গ্র“পের সংঘর্ষের জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিতাড়িত আওয়ামীলীগের ৪ শতাধিক নেতাকর্মী দীর্ঘ ৩১ দিন পর সোমবার বিকেলে গ্রামে ফিরেছে। প্রতিপক্ষরা আগুন দিয়ে বসত-ঘর পুড়িয়ে দিলে নি:স্ব ১৭ পরিবারও বসতভিটেতে ফিরে গেছেন। জেলার সিরাজদীখান উপজেলার বালুরচর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেক চাঁন মুন্সীর সমর্থিত মুন্সী গোষ্ঠীয় আ’লীগের ৪ শতাধিক নেতাকর্মী ওই ৩১ দিন গ্রাম ছেড়ে পালিয়ে ছিলেন।
এদিকে, দৈনিক সমকালসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ৪ শতাধিক আ’লীগ নেতাকর্মী গ্রাম ছাড়া হওয়ার খবর প্রকাশের পর মুন্সীগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ দুগ্র“পের দ্বন্ধ মেটানোর উদ্যোগ নেন।
স্থানীয় সংসদ সদস্য বালুরচর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী ও অপর আ’লীগ নেতা নুর হোসেন বাউলের দু’গ্র“পের লোকজন নিয়ে কয়েক দফায় সমঝোতার ডাক দেন। এমপির হস্তক্ষেপে সোমবার বিকেল ৫ টার দিকে গ্রাম ছাড়া ওই নারী-পুরুষ ও আ’লীগ নেতাকর্মীরা বাড়ি-ঘরে ফিরে গেছেন বলে নিশ্চিত করেন বালুরচর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলেক চাঁন মুন্সী।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি আলেক চাঁন মুন্সী ও নুর হোসেন বাউলের দু’গ্র“পের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ অর্ধশত আহত হয়। এ সময় আলেক চাঁন মুন্সীর ১৭ টি পরিবারের বসত-ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।
ওয়ান নিউজ
Leave a Reply