মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কোস্টগার্ড ১ জলদস্যুকে গ্রেফতার করেছে। জলদস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলারটি জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
পাগলাস্থ কোস্টগার্ড সদস্যরা ধলেশ্বরী ও মেঘনা নদীতে জাটকা উদ্ধারে অভিযানে গেলে কোস্টগার্ডের সহযোগী একটি ট্রলার মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদীতে ১০-১২ জনের একদল জলদস্যুর কবলে পড়ে।
এ সময় কোস্টগার্ডের সহযোগী ট্রলারে থাকা লোকজন আর্তচিৎকার করলে কোস্টগার্ডের সদস্যরা এগিয়ে আসে।
এতে জলদস্যু ও কোস্টগার্ডের মধ্যে ধাওয়া-পাল্ট ধাওয়া হলে এক পর্যায়ে জলদস্যুরা পিছু হটে। এতে ইসমাইল হোসেন (৩২) নামে এক জলদস্যুকে গ্রেফতার ও তাদের ট্রলারটি জব্দ করে কোস্টগার্ড।
তবে অপর জলদস্যুরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরিয়ে তীরে উঠে পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গ্রেফতারকৃত জলদস্যু ইসমাইলকে মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাস্ট নিউজ
Leave a Reply