রাহমান মনি
সম্প্রতি প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মহাপ্রয়াণে জাপানস্থ বাংলাদেশ কমিউনিটি টোকিওর কিতা সিটি হিগাশি তাবাতা শিনকোশিৎসু হলে এক সভার আয়োজন করে। মাত্র ২৪ ঘণ্টার নোটিশে আয়োজিত উক্ত শোকসভায় দূর-দূরান্ত থেকে প্রবাসীরা উপস্থিত থেকে প্রিয় রাষ্ট্রপতির প্রতি গভীর শোক প্রকাশ এবং অন্তর নিংড়ানো শ্রদ্ধা জানান।প্রবাসীদের ডাকে ২৩ মার্চ রাষ্ট্রীয় শোক দিবসের তৃতীয় ও শেষ দিনে আয়োজিত শোকসভায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উপস্থিত থেকে শোক প্রকাশে শামিল হন। শোকসভায় উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ পার্লামেন্টারিয়ান লীগ সভাপতি এবং বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য জিল্লুর হাকিম।
সান্ধ্যকালীন এই শোকসভায় প্রথমেই প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মরহুমের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের প্রবাসী নাগরিকবৃন্দ। প্রথমেই পুষ্পার্ঘ্যরে মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জিল্লুর হাকিম (এমপি)।
আওয়ামী লীগ সদস্য মোল্লা মোঃ অহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনাসভার সূচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সনত্ বড়–য়া।
আলোচনায় অংশ নিয়ে জিল্লুর হাকিম (এমপি) তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি প্রবাসীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন স্মৃতিচারণ করে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সর্বশেষ গত বছর মাঝামাঝি সময়ে জাপানে নিযুক্তির পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি আমাকে ৩০ মিনিট সময় দেন বিভিন্ন ব্যস্ততা সত্ত্বেও। আমার এই নিযুক্তি তিনিই দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি শুধু একজন রাষ্ট্রপতিই ছিলেন না, তিনি ছিলেন আদর্শের প্রতীক।
সভায় বক্তব্য রাখেন, জাপান শাখা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি ছালেহ্ মোঃ আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা, কাজী ইনসানুল হক, আব্দুর রাজ্জাক, মানিক চৌধুরী, বাদল চাকলাদার, নাসেরুল হাকিম, জুয়েল আহসান কামরুল, বিএম শাহজাহান, অজিত বড়–য়া, আব্দুর রহমান, মাসুদুর রহমান, ড. জীবন রঞ্জন মজুমদার।
দূতালয় প্রধান মাসুদুর রহমান রাষ্ট্রপতির মহাপ্রয়াণে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেয়া জাপানের সম্রাট আকিহিতো প্রদত্ত বাণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো প্রদত্ত শোকবাণী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে দেয়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী কিশিদা ফুমিও প্রদত্ত শোকবার্তা পাঠ করে শোনান।
বক্তারা বলেন, দেশজুড়ে যখন চলছে এক অরাজক অস্থিরতা, যখন এক চরম রাজনৈতিক সঙ্কটের গোলকধাঁধায় আবর্তিত হচ্ছে গোটা দেশ, দেশের মানুষ, যখন খড়কুটো ধরে এই সঙ্কট থেকে উদ্ধারের উপায় খুঁজছে, এমনি এক অসময়ে দেশের অভিভাবক মোঃ জিল্লুর রহমানের বিদায়ে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। গোটা জাতি আজ মর্মাহত, বাকরুদ্ধ। তার মতো একজন পরমতসহিষ্ণু নেতা বাংলাদেশে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না।
বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি ছালেহ্ মোঃ আরিফ বলেন, রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান এমনই এক ব্যক্তিত্ব যিনি রাজনীতি কিংবা উচ্চপদে উড়ে এসে বসেননি। কখনো আপস করেননি। এক-এগারো ঝড়ো হাওয়া যখন বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের ভিতর-বাহির তছনছ করে দিয়েছে, তখনও তিনি ছিলেন নৌকার অবিচল মাঝি। তার বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতির অভিযোগ উঠেনি।
পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক বলেন, জিল্লুর রহমানের জানাজায় ঢাকায় বেশ কয়েক কোটি লোক শরিক হয়েছে। এতেই বোঝা যায় তিনি কত জনপ্রিয় ছিলেন।
সভায় উপস্থিত প্রবাসীদের স্বাক্ষর সম্বলিত শোকগাথা টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর জন্য রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে হস্তান্তর করা হয়। রাষ্ট্রদূত এমপির উপস্থিতিতে তা গ্রহণ করেন এবং যথাযথ স্থানে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply