মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ‘যেমন খুশি তেমন চল’

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ‘যেমন খুশি তেমন চল’ ভাব পরিবর্তন প্রয়োজন। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত অফিস ও শ্রীনগর জোনাল অফিসে গ্রাহক সাধারণের সব অভিযোগ অবহেলিত বা মূল্যহীন। এই অফিসগুলোতে ঘুষ ছাড়া কোন কাজই হয় না। অফিসগুলোর ভেতরে বা বাহিরে দালালের আস্তানা। যে কোন গ্রাহক নতুন সংযোগ, পুরাতন লাইন পরিবর্তন, অকেজো মিটার বদল, ওয়ারিং খুঁটি, বিদ্যুত না পাওয়া ইত্যাদি বিষয়ে দালালদের সঙ্গে আলাপ আলোচনা করে চুক্তি করতে হয়। অফিস কিংবা কর্মকর্তাদের ছাই দিয়েও ধরা যায় না। ঘুষ ছাড়া বৈধ কোন কাজ নিয়ে গ্রাহকদের মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে হয়। নানা জটিলতা ও সমস্যা দেখানোতে কর্মকর্তারা খুবই পারদর্শী। ঘুষ দেয়া না হলে কাজ হবে না।

এখানে নিম্ন থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত দুর্নীতিতে আক্রান্ত। বিদ্যুত বিলে দেয়া অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন বেশিরভাগ সময় বন্ধ করে রাখা হয়। কোন প্রকার দুর্ঘটনার কিংবা যে কোন অভিযোগ জানালে শ্রমিক স্বল্পতার অজুহাতে সময়ক্ষেপণ করা অভ্যাসে পরিণত হয়ে পড়েছে। সরকারী কিংবা বিদ্যুত মন্ত্রণালয়ের কোন তদন্ত টিম যদি সুষ্ঠু তদন্ত করে, দেখা যাবে হাজার হাজার বৈধ অভিযোগ ও আবেদন ফাইলবন্দী হয়ে পড়ে আছে। দুর্নীতিতে আক্রান্ত অসততায় ভরা মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি এবং শ্রীনগর জোনাল অফিসের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের দুরারোগ্য ব্যধি ঘুষ ও অলসতা নিরসনে উন্নত চিকিৎসা প্রয়োজন। না হলে গ্রাহক ভোগান্তি কোনক্রমেই অবসান হওয়ার উপায় নেই। বিষয়টি অতীব জরুরী।

কাজী নুরুল আমিন
কলেজ রোড, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

One Response

Write a Comment»
  1. valo laglo jey comments page asy.. pallibiddut samiti jamon khushi tamon chlo

Leave a Reply