মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌ চলাচল বন্ধ

মাওয়া-কাওড়াকান্দিতে ফেরিসহ নৌযান চলছে সীমিত আকারে
ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ, সিবোর্টসহ সকল প্রকার নৌযান চলছে সীমিত আকারে। ঢাকা-মাওয়া মহাসড়কেও বাস চলাচল সীমিত আকার ধারণ করেছে। যে কোনো নোটিশ ছাড়াই এই নৌরুটে সকল যানবাহন পারাপার বন্ধ হয়ে যেতে পারে যেকোনো সময়। অপর দিকে মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বেলা সাড়ে ১১ টা থেকে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে মাওয়া-কাওড়াকান্দি নৌ পথে ফেরি চলাচল সীমিত আকার ধারণ করে। দুপুরের দিকে ফেরি চলাচল একেবারেই নজরে আসেনি। তবে ফরিদপুর নামে একটি ফেরিকে মাওয়া ঘাটে জরুরী ও লাশবাহী গাড়ী পারাপার করতে প্রস্তুত রাখা হয়েছে। লঞ্চ-সিবোট মাওয়া থেকে যাত্রী নিয়ে ওপারে কাওড়াকান্দি গেলেও ফিরেছে শূণ্য যাত্রী নিয়ে।

বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের এজিএম মোঃ আশিকুজ্জামান জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ফেরিগুলো ঘাটে দাড়িয়ে থাকলেও কোন প্রকার পরিবহন না থাকায় ফেরিগুলো ছেড়ে যেতে পারছেনা।

নিউজএক্সপ্রেসবিডি

Leave a Reply