কেমন আছে ‘টুনটুনির বইয়ের’ নীলটুনিরা!

tuntuniআলম শাইন
মনে পড়ে সেই টুনটুনির কথা! ‘টুনটুনি টুনটুনালো-সাত রানির নাক কাটা গেল’ বা নীলটুনি ‘মশা ভাইদের’ ডেকে এনে কিভাবে হাতি, কুকুর, বেড়াল, ইুঁদুর এবং শেষে রাজাকে জব্দ করল- সেই গল্প! দেখতে যত ছোট হোক, বাংলার লোককাহিনীতে এদের দাপট এক সময় রাজা-রানিদের চেয়ে কম ছিল না। টুনটুনির কথা বলতেই মনে পড়ে যায় উপেন্দ্রকিশোরের সেই ‘টুনটুনির বইয়ের’ অসাধারণ সব রূপকথা। রূপকথাতে টুনটুনিদে দিন ফুরিয়েছে। এখন ডোরেমন, পোকেমনের দাপট। বাস্তবেও খুব একটা ভালো নেই নীলটুনিরা। ঝোপঝাড় কমছে। ইচ্ছেমতো লাফালাফি করে বেড়ানোর মতো জায়গা বা মনের সুখে ঘর বাঁধার মতো কোপঝাড়ও তেমন আর নেই। ফলে গ্রাম-গাঁয়ে কমছে এদের সংখ্যা। তবে এখনো গৃহস্থ বাড়ির আঙ্গিনার বা তার আশপাশে শিম লতার ঝোপ, বেগুন ক্ষেত, লাউয়ের মাচায় আজো সারাদিন নাচানাচি করে বেড়াতে দেখা যায় এদের।

মনের আনন্দে গায়, ‘হুইউ-ই..চি হি হি.. হুইচো… ইচিইট…।’ রঙ নীলচে-কালো রঙের ছোট্ট এ পাখিটা দেখতে ভারী সুন্দর। কেউ এ পাখির খুব একটা ক্ষতি করে না। পাখিটাকে বাংলায় কেউ বলে নীলটুনি, কেউ বলে দুর্গাটুনি। আবার ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায় বলে মৌটুসি নামেও ডাকে অনেকে। ইংরেজি নাম: ‘পার্পল সানবার্ড’, বৈজ্ঞানিক নাম: Ncetarinia asiatica।

নীলটুনি লম্বায় ১০-১১ সেন্টিমিটার। কেবল ঠোঁটই ২ সেন্টিমিটার। কিছুটা কাস্তের মতো বাঁকানো। পুরুষ পাখির গায়ের বর্ণ ধাতব-বেগুনি। বুকে তামাটে-লাল বন্ধনী এবং পাশে রয়েছে কমলা-হলুদ পালক। পুরুষ পাখি নাচানাচির সময়ে এ পালক দেখা যায়। দূর থেকে পুরুষ পাখিকে কালো মনে হলেও আসলে কালো নয়। নীল-কালোর মিশ্রণ। প্রজননের সময় ছাড়া স্ত্রী-পুরুষ দেখতে একই রকম মনে হলেও সামান্য পার্থক্য রয়েছে। প্রজননের সময় পুরুষ পাখির থুতনি থেকে বুক পর্যন্ত ছোপ কালো মোটা ডোরা দাগ দেখা যায়। স্ত্রী পাখি পিঠ হালকা হলুদ। তার ওপর বাদামী টান। লেজের অগ্রভাগ কালচে। উভয়ের ঠোঁট, পা কালো।

প্রধান খাদ্য ফুলের মধু। মধু সংকটে ছোট কীটপতঙ্গ খায়। মোটামুটি সব ঋতুতে প্রজনন হলেও বসন্তকালে শতকরা ৬৫, শীতে শতকরা ২৩ এবং অন্যান্য ঋতুতে শতকরা ১২ ভাগ প্রজনন ঘটে। এরা বাসা বাঁধে ছোট গাছে। অনেক সময় মাটি থেকে ৭০-৮০ সেন্টিমিটার উচ্চতায়ও বাসা বাঁধতে দেখা যায়। বাসা বানানোর দায়িত্ব স্ত্রী পাখির ওপরই বর্তায়। ডিম পাড়ে ২০৩টি। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন। শাবক ১৭-২০ দিনের মধ্যে মা-বাবার সান্নিধ্যের বাইরে চলে যায়।

ইত্তেফাক

Leave a Reply