মুন্সীগঞ্জে পতাকা মিছিল

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধা হরতালে বিরোধিতা করে পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নিমূল কমিটিসহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে মিছিলটি পুরাতন কাচারী চত্ত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসময় তারা হেফাজতে ইসলামের হরতাল প্রত্যাখান করার জন্য সাধারণ জনগনের প্রতি আহবান জানান। এই মিছিলে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আনিছুজ্জামন আনিছ, ঘাতক দালাল নিমূল কমিটির জেলা সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ কাদের মোল্লাসহ বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।

নিউজএক্সপ্রেসবিডি

Leave a Reply