মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ

আমার দেশ-পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, রিমান্ডে নেয়ার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিএনপি এ কর্মসূচি পালন করেন। শহরের থানারপুলস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


সমাবেশে বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, রামপাল ইউনিয়নের সাবেক চেয়াম্যান আবু বক্কর মাদবর, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, বিএনপি নেতা মাহবুব-উল আলম স্বপন, সাবেক ভিপি শাহীন মিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, সহ-সভাপতি ফারুক মিজি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

জাস্ট নিউজ

Leave a Reply