টঙ্গীবাড়ীতে বৈশাখী মেলাকে সামনে রেখে ব্যাস্ত মৃৎশিল্পিরা

mrith silpoব.ম শামীম: বৈশাখী মেলাকে সামনে রেখে টঙ্গীবাড়ীর মৃৎশিল্পিরা ব্যাস্ত সময় কাটাচ্ছে। তাদের সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও ব্যাস্ত সময় অতিবাহিত করছে। মাটির তৈরী বিভিন্ন খেলনা তৈরী কাজে পুরোদমে ব্যাস্ত তারা। এ বছর উপজেলার হাসাইল, দিঘিরপাড়, কামাড়খাড়া, পাচঁগাওঁ, সিদ্ধেশ্বরী, কালিবাড়ি, পুড়া, আবদুল্লাহপুর, বাঘিয়া, বালিগাঁও, রংমেহার, বেতকা, আড়িয়ল ও আউটশাহীতে বৈশাখী মেলা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে মাইকে বৈশাখী মেলা উদযাপনের ঘোসনা শুনা যাচ্ছে। প্লাষ্টিক সামগ্রীর সহজ প্রাপ্রতার কারনে আজ এই শিল্প প্রায় বিলুপ্তির পথে। শত কষ্টের মধ্যেও যে কটি পরিবার টিকে রয়েছে তা কেবল বাপ দাদার পেশা কিংবা অন্য কাজ করে এ সমস্ত মৃৎশিল্পিরা অভ্যস্ত নয় বলেই এ পেশা ধরে রেখেছে। উপজেলার পাচঁগাঁও গ্রামের নদীতে সহায় সম্বলহীন মৃৎশিল্পি পরেশ পাল জানান, আমরা বংশ পরস্পরায় এ কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু বর্তমানে মাটির তৈরীর সামগ্রীর আর তেমন চাহিদা নাই। তবে বৈশাখী মেলায় কিছু খেলনা সামগ্রী বিক্রি হয় তাই খেলনা বানাইতাছি। এছাড়া সাড়া বছর ফুলের টব আর কিছু দধির পাতিল বেইচাঁ কোনরুপ খেয়েপরে বেচেঁ আছি।

mrith silpo
বৈশাখী মেলা উপলক্ষ্যে বানানো খেলনায় রং করছেন জৈনক্য মৃৎশিল্পি।

Leave a Reply