ভাগ্যকুল ইউনিয়নে সংখ্যালঘুর বাড়িতে সন্ত্রাসী হামলা

সংখ্যালঘুর বাড়িতে সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জেলেপাড়া এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আ. খালেক সারেংয়ের ছেলে সন্ত্রাসী টুয়েল সারেং শুক্রবার সন্ধ্যায় একটি জমির দাগ নাম্বার জানতে কাঞ্চন বর্মণের বাড়িতে যায়। এ সময় তার স্ত্রী রিতা বর্মণ ওই জমির দাগ নাম্বার জানেন না বলাতে টুয়েল ক্ষিপ্ত হয়ে তাকে গালাগাল করতে থাকে।

এক পর্যায়ে রিতার মেয়ের জামাই বাদল বর্মণের সঙ্গে টুয়েলের বাগ্বিতণ্ডা হয়। পরে রাত ৮টার দিকে সে ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুরসহ ৬ জনকে মারধর করে। আহতরা হলেন_ রিতা বর্মণ, মনি বর্মণ, বাদল বর্মণ, সানা মালো, বলহরি মালো ও অর্পণা বর্মণ। শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সমকাল

Leave a Reply