মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর পাড়ে ডকইয়ার্ডের মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় ৪ জলদস্যুকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। এসময় ডকইয়ার্ডের ১২ টি লোহার অ্যাঙ্গেল উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে এ ঘটনা ঘটে। মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ডাকাতিকালে ডকইয়ার্ডের খোয়া যাওয়া মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইঞ্জিন চালিত ট্রলারযোগে সকাল সাড়ে ৭ টার দিকে ১০-১২ জনের একটি জলদস্যু গ্রুপ মেঘনা নদী ঘেঁষা নারায়নগঞ্জ শিপবিল্ডার্স গজারিয়া লিমিটেডে ডাকাতি করে।
এ সময় নৌ-পুলিশের টিম টের পেয়ে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জলদস্যুকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোশারফ হোসেন (২৫), জহির হোসেন (২৬), তাজুল ইসলাম (২২) ও রাসেল আহমেদ (৩৫)।
গ্রেপ্তারকৃত জলদস্যুদের বাড়ি জেলার গজারিয়া উপজেলার গোয়ালগাঁও এলাকায়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জাস্ট নিউজ
Leave a Reply