মুন্সীগঞ্জে ক্ষুদে ৩ চোর আটক

শেখ মো.রতন: মুন্সীগঞ্জ শহরের পুলিশ লাইনস্ থেকে জানালার গ্রিল ও প্রধান ফটকের লোহার রড চুরি করে পালাতে গেলে সোমবার বেলা ১১ টার দিকে পুলিশের হাতে ধরা পড়েছে ক্ষুদে ৩ চোর। ধৃত চোরদের বয়স আনুমানিক ১০ থেকে ১৩ বছর। এরা হচ্ছে- শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার ফারুক হোসেনের ছেলে মো: কাউসার হোসেন (১৩), একই এলাকার রমজান মিয়ার ছেলে প্রান্ত (১৩) ও নুর আলীর ছেলে মো: আশেক (১০)।

মুন্সীগঞ্জ সদর থানার এসআই মোশারফ হোসেন জানান, শহরের থানা কাউন্সিল এলাকা সংলগ্ন পুলিশ লাইন থেকে একটি বড় আকারের লোহার গেইট খুলে নিয়ে পালাতে গেলে হাতে-নাতে ৩ চোরকে পাকড়াও করে পুলিশ। পরে ধৃত চোরদের সদর থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন- ধৃতদের কিশোর অপরাধী সংশোধন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে একদল ক্ষুদে চোর বিভিন্ন বাসা-বাড়ি থেকে লোহা-লক্কর চুরি বেড়াচ্ছে।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply