ছাত্রদল নেতার কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নিলেন ওসি

রাজীব হোসেন বাবু: এক লাখ টাকা ঘুষ খেয়ে পুলিশের হাতে ধৃত এক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ এনে মুন্সীগঞ্জের গজারিয়া থানার ওসির বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। বুধবার দিবাগত রাতে পুলিশ সুপার হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন গজারিয়া উপজেলার ভবেরচর বাজার কমিটির সাধারন সম্পাদক মমিন চৌধুরী। ওসির বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্রটি হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান। তবে এ বিষয়ে এখনই কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।


অভিযোগকারী ব্যবসায়ী মমিন চৌধুরীর দাবী করেন- গত ১৬ এপ্রিল সকালে জেলার গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোডে ছাত্রদল ও ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষ বাঁধলে পুলিশ টেঙ্গারচর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মো: হোসেনকে গ্রেফতার করে। পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা ছাত্রদল নেতা মো: হোসেনকে আদালতে প্রেরন না করে এক লাখ টাকার বিনিময়ে ওসি জাহাঙ্গীর হোসেন ছেড়ে দেন।

এ প্রসঙ্গে গজারিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘুষ গ্রহনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন- কারো সঙ্গে এ ধরনের কোন ঘুষ লেনদেন হয়নি আমার। জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন- অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনএসবিডিডটকম

Leave a Reply