গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে চরাঞ্চলের জাজিরা বকচর গ্রামে আখি আক্তার (১৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখি আক্তার বকচর গ্রামের আকমান বেপারীর মেয়ে। এক বছর আগে পাশের বাড়ির চাচাতো ভাই সিদ্দিক বেপারীর ছেলে মনছু বেপারীর সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আখির মৃতদেহ তার স্বামীর বাড়ির বসত ঘরের পেছনে একটি বাঁশের খুটির সঙ্গে বাঁধা ও মাটির সঙ্গে পা লাগানো অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।


নিহত আখির বাবা আকমান বেপারী বাংলানিউজের কাছে অভিযোগ করেন, যৌতুকের জন্য রাতের আ‍ঁধারে আখিকে হত্যা করে বসত ঘরের পেছনে খুটির সঙ্গে ঝুলিয়ে রাখে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

তিনি আরও জানান, বিয়ের পর থেকেই নানা অজুহাতে আখিকে অত্যাচার করতো তার স্বামী মনছু ও তার পরিবারের লোকজন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
==================

কিশোরী বধুকে হাত-পা বেধে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদরে বসত ঘরের বাঁশের খুঁটির সঙ্গে বেধে আখি আক্তার (১৪) নামে এক কিশোরী বধুকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে স্বামীর বসত ঘর থেকে নিহত কিশোরী বধুর লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিয়ের মাত্র ১ বছরের মাথায় এই কিশোরী বধূকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন। সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নে জাজিরা-বকচর গ্রামে এ লোমহর্ষক হত্যাকান্ড ঘটে। নিহত আখি আক্তার বকচর গ্রামের আকমান বেপারীর মেয়ে।

এক বছর আগে একই গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে মনছু বেপারীর সঙ্গে আখির বিয়ে হয়। ঘটনার পর পরই স্বামী মনছু বেপারী পালিয়েছে। নিহত আখির বাবা আকমান বেপারী দাবি করেন- যৌতুকের জন্য সোমবার দিবাগত রাতের আঁধারে যে কোন সময় আখিকে পিটিয়ে হত্যা করেছ্‌ সে্বামী মনছু বেপারী।

প্রায়শয়ই আখীকে মারধর করতো তার স্বামী। সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় কিশোরী বধূর লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। হত্যাকান্ড সম্পর্কে নিশ্চিত হতে নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জাস্ট নিউজ

Leave a Reply