মুন্সীগঞ্জে নারীদের প্রতিবাদী মানববন্ধন

pratibadi nariআল ইমরান: যুদ্ধাপরাধীদের বিচারের দাবী ও হেফাজতে ইসলামের নারী বিদ্বেষী ১৩ দফা দাবী উত্থাপনের প্রতিবাদে মুন্সীগঞ্জ মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে নারী পক্ষ ও সনাকসহ এতে অন্তত ১০টি সংগঠন একাত্ততা ঘোষণা করে।

সোমবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধনে কয়েক শ’ নারী পুরুষ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন সনাক সভাপতি খালেদা খানম, মেহেরুন্নেসা নাজমা, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিমা আক্তার, সহসভাপতি হামিদা খাতুন, জাহানারা বেগম, সাদিয়া রহমান এবং রাজনীতিক মো. জামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম কাদের মোল্লা, এ্যাডভোকেট গিয়াসউদ্দিন পিন্টু, আলী নাসিম, মতিউল ইসলাম হিরু, শাহিন মো. আমানুল্লাহ, এটিএম দেলোয়ার হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসীর উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, আলী আকবর মিলন, গোলাম মাওলা তপন, সম কামাল, জাহাঙ্গীর আলম ঢালী, হুমায়ুন ফরিদ প্রমুখ।

নিউজএক্সপ্রেস

Leave a Reply