গজারিয়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বক্তারকান্দি গ্রামে দুর্বৃত্তরা একই পরিবারের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-রাজা মিয়া (৫৫), তার স্ত্রী সালমা বেগম (৪৫), ছেলে আল আমিন (২৯), মেয়ে মাহমুদা আক্তার (২০) ও মেয়ের জামাই রুবেল (২৩)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এঘটনায় আহত রাজা মিয়ার ভাই বজলুর রহমান বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে গজারিয়া থানায় অভিযোগ দাখিল করেছেন।


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার গভীররাতে গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দি গ্রামের রাজা মিয়ার বাড়িতে মুখোশ পড়া ৭/৮ জনের একদল দুর্বৃত্ত ঢোকে। এসময় দুর্বৃত্তরা দুই নারীসহ পরিবারের পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

হামলাকারীরা মুখোশ পড়া থাকায় তাদের চেনা সম্ভব হয়নি বলে আহতরা জানিয়েছেন।

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply