মুন্সীগঞ্জে সমাবেশ ঘিরে হেফাজতের প্রস্তুতি চলছে

মুন্সীগঞ্জের পৃথক দু’এলাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা হেফাজতে ইসলাম আয়োজিত এ মহাসমাবেশে অন্তত দেড় লাখ তৌহিদী জনতার সমাগম ঘটানোর টার্গেট নিয়ে জেলার তৃণমূল পর্যায়ে তারা কাজ করছেন।

এ লক্ষ্যে তারা জেলা হেফাজতে ইসলামের কেন্দ্রস্থল সিরাজদিখানের মধুপুর মাদরাসায় প্রতিদিনই চলছে মনিটরিং কমিটির সভা। এখান থেকেই জেলার ৫ উপজেলা ছাড়াও ঢাকার নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জের হেফাজত ইসলাম নিয়ন্ত্রিত হচ্ছে। জেলা হেফাজতে ইসলাম আগামী ৩০ এপ্রিল মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় বেলা ১১টায় ও ২ মে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠে আরো একটি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন।


ইতোমধ্যে ২৩ এপ্রিল বিকেল ৩টার দিকে মুক্তারপুর এলাকাস্থ পুরাতন ফেরিঘাট এলাকায় মহাসমাবেশ করতে জেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। এরপর ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর বড় মাদরাসা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা হেফাজতে ইসলাম।

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জসহ ঢাকার ৮ উপজেলার সমন্বয়ে গঠিত জেলা হেফাজতে ইসলামের সভাপতি মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদ জেলা প্রশাসনের কাছে অনুমতিপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি মাওলানা বশীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন, সদর উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

জাস্ট নিউজ

Leave a Reply