মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ চলাকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে। শনিবার বিকেলে শহরের থানারপুলস্থ সমাবেশস্থলের অদূরে কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিএনপি কর্মী মো. জুয়েলকে (২২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সদরের পঞ্চসার ইউনিয়নের মিরেস্বর এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের থানারপুলস্থ সমাবেশস্থলে রওয়ানা হয়। পথিমধ্যে শহরের কৃষি ব্যাংক মোড় এলাকায় বিএনপির অপর একটি মিছিলের সঙ্গে মুখোমুখি হলে উভয়ের সঙ্গে তর্ক বির্তকের জের ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় একপক্ষের হামলায় অপরক্ষের কর্মী জুয়েল রক্তাক্ত জখম হয়। এছাড়া আরো চার/পাঁচজন সামান্য আহত হয় বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দাখিল করেনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply