চুড়াইন গ্রামে গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চুড়াইন গ্রাম থেকে ঝর্না রানী মণ্ডল (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পুলিশ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে। ঝর্না রানী মণ্ডল চুড়াইন গ্রামের প্রবাসী অরুন মণ্ডলের স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হাতিমাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে সদর উপজেলার বজ্রযোগনী ইউনিয়নের চুড়াইন গ্রামে নিজ বসতঘর থেকে ঝর্না রানীর লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ঝর্না রানী অসুখে ভুগছিলেন। এতে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply