জাতীয় আইনগত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

রবিবার সকালে মুন্সীগঞ্জে জাতীয় আইনগত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্দ্যোগে র‌্যালীটি কোর্ট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আবার কোর্ট প্রঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা ও দায়রা জজ এম আতোয়ার রহমান নেতৃত্ব দেন।

এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মো হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো আসিছুজ্জামান আনিছ, সাবেক পৌর মেয়র এড মজিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।


র‌্যালীতে অসহায় ও দরিদ্রদের আইনী সহায়তা দেয়ার সকল সুযোগ-সুবিধা সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন শোভা পায়।

র‌্যালীতে বিচারক, আইনজীবী, জন প্রতিনিধি, সাংবাদিকসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেন। র‌্যালী শেষে জেলা ও দায়রা জজ এম আতোয়ার রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজএক্সপ্রেস

Leave a Reply