ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বালুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আশরাফ (৬৬), আকবর (৫০) ও জিয়াসমিন (২৫)। তাদের সবার বাড়ি কুমিল্লার লাকসাম বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এছাড়া আহতদের মধ্যে নয় জনকে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার, এক নারী ও একজন পুরুষ যাত্রী নিহত ও ২০ যাত্রী আহত হয়।
ভবেরচর পুলিশ ফাঁড়ির সাজেন্ট জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা সবাই কুমিল্লার লাকসাম এলাকার। তারা ফরিদপুরের আটরশি পীরের মাজার থেকে কুমিল্লায় ফিরছিলেন।
তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply