শহীদ-ই-হাসান তুহিন: মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্য ভিত্তিক ওয়েবসাইট কালের ছবি’র উদ্যোগে শুরু হয়েছে তিনদিন ব্যাপী চিত্রকলা, আলোকচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও গুণীজন সম্মাননা ২০১৩। জেলার শিল্পকলা একাডেমী চত্ত্বরে শুক্রবার এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উৎসবের বিভিন্ন পর্বে রয়েছে- আলোকচিত্র, চিত্রকলা, চলচ্চিত্র প্রদর্শনী, ‘আঞ্চলিক উপভাষা: মুন্সীগঞ্জ’ শীর্ষক প্রকাশনা উৎসব। সকাল ১০টায় শিল্পকলা একাডেমী চত্বরে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার মধ্যদিয়ে উৎসবের প্রথমদিনের যাত্রা শুরু হয়। বিকেল ৩টায় শিল্পকলা একাডেমীর হল রুমে আঞ্চলিক উপভাষা: মুন্সীগঞ্জ শীর্ষক প্রকাশনার মোড়ক উম্মোচন, গুণীজন সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কবি আসাদ চৌধুরী ও বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন। কালের ছবি ২০১৩ গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন- কবিতায় দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক ফাহিম ফিরোজ, লিটলম্যাগ ‘অ’ সম্পাদক যাকির সাইদ, সাংবাদিকতায় দৈনিক আজকালের খবরের সিনিয়র সাবএডিটর মো. রফিকুল আলম, চিত্রকলায় এফ আর ভূটান ও আলোকচিত্র সাংবাদিকতায় দৈনিক নয়াদিগন্তের প্রধান আলোকচিত্রি শফিউদ্দিন আহমেদ বিটু।
কালের ছবি’র সভাপতি কবি-সাংবাদিক আনমনা আনোয়ার আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী, সাংবাদিক আলতাফ মাহমুদ, অধ্যাপক শাহজাহান মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মাহবুবুল হক, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি শহীদ-ই হাসান তুহিন, সচেতন নাগরিক কমিটির সভানেত্রী খালেদা খানম, কালের ছবি’র সহসভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, কালের ছবি’র সাধারণ সম্পাদক আল মামুন বক্তব্য দেন। উৎসবের দ্বিতীয় ও শেষ দিন চলচ্চিত্র, চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
======================
মুন্সীগঞ্জে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু
মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যভিত্তিক ওয়েবসাইট কালের ছবি’র উদ্যোগে শুক্রবার থেকে তিন দিনব্যাপী আলোকচিত্র, চিত্রকলা, চলচ্চিত্র মেলা, ‘আঞ্চলিক উপভাষা’ শীর্ষক প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম দিনের যাত্রা শুরু হয়।
বিকেল তিনটায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে চিত্রকলা, আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, আঞ্চলিক উপভাষা: মুন্সীগঞ্জ শীর্ষক প্রকাশনার মোড়ক উম্মোচন, গুণীজন সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কবি আসাদ চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, কালের ছবি’র সভাপতি কবি-সাংবাদিক আনমনা আনোয়ার আনু।
কালের ছবি’র এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন, কবিতায় দৈনিক ইনকিলাবের সহযোগী সম্পাদক কবি ফাহিম ফিরোজ, কবি যাকির সাইদ, সাংবাদিকতায় দৈনিক আজকালের খবরের মফস্বল সম্পাদক মো. রফিকুল আলম, চিত্রকলায় এফ আর ভূটান ও আলোকচিত্র সাংবাদিকতায় শফিউদ্দিন আহমেদ বিটু।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply