আ’লীগের হেফাজত বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ

al0605শহীদ-ই-হাসান তুহিন: মুন্সীগঞ্জ শহরে সোমবার দুপুরে আওয়ামীলীগের উদ্যোগে হেফাজতে ইসলাম বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ করেছে। শহরের পুরাতন কাচারী এলাকা থেকে বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি গার্ড ও জেলা আ’লীগের সভাপতি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এ লাঠি মিছিল বের করা হয়। মিছিলের অগ্রভাগে অসংখ্য নারী লাঠি হাতে এ মিছিলে অংশ নেয়। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, পুরাতন কাচারী থেকে লাঠি মিছিলটি বের হয় দুপুর ১ টায়। তিনি জানান, মিছিলটি শহরের বাজার সড়ক, ছবিঘর সিনেমা হল, সদর থানা হয়ে কৃষি ব্যাংক মোড় ও থানারপুল ঘূরে জুবলী রোড প্রদক্ষিন করে পুনরায় পুরাতন কাচারী চত্বরে গিয়ে শেষ হয়।


সেখানে হেফাজত বিরোধী সমাবেশে বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি গার্ড ও জেলা আ’লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ন-সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শহর আ’লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, জেলা মহিলা আ’লীগের সভাপতি মেহেরুন রুনী, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, যুবলীগ নেতা বাদল রহমান, ছাত্রলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল প্রমুখ।

al0605

Leave a Reply