অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী মেঘনার তীরের চরকিশোরগঞ্জ ও চরহোঘলা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় শত শত কৃষক। মঙ্গলবার সকালে গ্রাম দুটির ভাঙ্গনকবলিত মেঘনা তীরে এই মানববন্ধন কমসূচী পালন করা হয়। রাতে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমি ও বসত ভিটা রক্ষার দাবি সংবলিত নানা স্লোগান দেয় তারা।


তার অভিযোগ করেন- অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন নির্বিকার। পুলিশ ব্যবস্থা না করে উল্টে হুমকি ধমকি দিচ্ছে। বালু ইজারাদাররা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আঁতাত করে সন্ত্রাসী বাহিনী নিয়ে এই লুটপাট চালাচ্ছে। এদিকে মানববন্ধনে অভিযোগ করা হয়েছে- মানববন্ধন কমসূচীতে যোগদানের জন্য স্থানীয় ইয়কুব মৃধা মুন্সীগঞ্জ থেকে ঘটনাস্থলে যাওয়ার সময় পশ্চিম চড়হোঘলায় তার ওপর হামলা চালায়। এতে ইয়াকুব মৃধাকে (৫৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত ২০ মার্চ দুপুরে আকস্মিক বিকট শব্দে ৩শ’ বিঘা এলাকা মেঘনায় বিলীন হয়ে যায়। আবাদি অনাবাদি তিন ফসলি বিস্তীর্ণ কৃষি জমি হারিয়ে কৃষক এখন দিশেহারা।

জনকন্ঠ

Leave a Reply