গভীর রাতে ডাকাত-পাহারাদার ধাওয়া-ধাওয়ি : ধৃত ডাকাতকে গনপিটুনি

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ও পাহারাদারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ধৃত এক ডাকাতকে গনপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ ডাকাত মহিদ আলীকে (২৭) আহত অবস্থায় গ্রেফতার করেছে। তার বাড়ি চাঁদপুরে। সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল পশ্চিম দেওভোগ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় ১০-১২ জন পাহারাদার টের পেলে ডাকাতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। এ সময় ডাকাত দল ও পাহারাদারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পাহারাদারদের হাতে ডাকাত সদস্য মহিদ আলী ধৃত হয়।


স্থানীয় এলাকাবাসীর ঘুম ভেঙ্গে গেলে তারা ঘরের বাইরে বেরিয়ে আসে। এ সময় ধৃত ডাকাতকে গনপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত মহিদ আলীকে গ্রেফতার করে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ধাওয়া-ধাওয়ির সময় অপর ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ইউএনএসবিডি

Leave a Reply