মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ধলেশ্বরী নদী থেকে আজ মঙ্গলবার দুপুরে সাজাপ্রাপ্ত ২ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুর ২ টার দিকে ২ বছরের সাজাপ্রাপ্ত জলদস্যু আসাদুল্লাহ ও মামনুকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। এসআই সিদ্ধার্থ সাহা জানান, দুপুরে ৫-৬ জনের একটি জলদস্যু গ্র“প শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাট এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে মিলিত হয়। এ সময় গোপন সংবাদ পেয়ে পুলিশের টিম সেখানে অভিযান চালায়। এতে জলদস্যু আসাদুল্লাহ ও মামুনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও অপর জলদস্যুরা দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত জলদস্যুরা জেলা সদরের চরাঞ্চলের ৫ ইউনিয়নের মেঘনা ও ধলেশ্বরী নদীবক্ষে রাত্রিকালীন নৌযানে ডাকাতি সংঘটিত করে থাকে। গ্রেফতারকৃত আসাদুল্লাহ সদর উপজেলার চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের টরকী গ্রামের লোকমান মীরধার ও মামুন একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
যমুনা নিউজ
Leave a Reply