সিরাজদিখানে দুইটি বাস ভাঙচুর

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কুচিয়ামোড়াস্থ ধলেশ্বরী-১ সেতুর ঢালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বেশ কয়েকজন হরতাল সমর্থক ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় সিরাজদিখান পরিবহন ও ডিএম পরিবহনের যাত্রীবাহী দুটি বাসে ইটপাটকেল নিক্ষেপ করলে বাস দুইটির বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।


ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ইটপাটকেল নিক্ষেপ করে দুই বাসের জানালা ভাঙা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply