১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার আধিপত্য বিস্তারকে নারায়ণগঞ্জ শহরে গড়ে উঠে বিচ্ছু বাহিনী। ওই সময়ে সবচেয়ে আলোচিত সেই বিচ্ছু বাহিনীতে ছিল মাহাবুবুল আলম পারভেজ। এ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিল নাজির। তার এ গ্রুপের পরামর্শ দিত অন্তর্ধানে থাকা নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাইলেন্ট কিলার মহিসন খন্দকার লিটন। সে দেখতে ছিল খুবই সুদর্শন। দেখে বোঝার কোন উপায় ছিল না তার আড়ালের ভয়ঙ্কর রূপ। ঠান্ডা মাথায় যে কাউকে নিজেই হত্যা করতো সুদক্ষভাবে। একের পর এক হত্যাকা- ঘটালেও সবগুলো থাকতো তিমিরে।
২০১০ সালের জুলাই মাস থেকে অন্তর্ধানে রয়েছে মিল্টন। আর মঙ্গলবার রাতে পারভেজ খুন হয়েছে তারই এক সময়ের ঘনিষ্টজন হিসেবে থাকা নাজির। সে বর্তমানে সাবেক একজন এমপির ছেলে ছাত্রদল নেতার শেল্টারে রয়েছে।
মিল্টনের হাত ধরেই উত্থান পারভেজের
সূত্র মতে, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদি এলাকায় বসবাস করতো আনোয়ার খন্দকার। তার দুই ছেলে ও এক মেয়ের মথ্যে মিল্টন ছিল দ্বিতীয় আর ভাইদের মধ্যে বড়। ১৯৮৮ সালের দিকে আনোয়ার খন্দকার তার পরিবার নিয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আমবাগান এলাকায় বাড়ি কিনে বসবাস শুরু করে। ওই সময়ে স্থানীয় সন্ত্রাসী ফিরোজ ওরফে বরিশাইল্লা ফিরোজ দলবল নিয়ে মিল্টনের বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালায়। এ নিয়ে মিল্টনের সঙ্গে তখন থেকেই ফিরোজের দ্বন্ধ ছিল। ছোটকাল থেকেই ডানপিটে স্বভাবের ছিল মিল্টন। স্কুল জীবনেই বাবাকে হারায় মিল্টন। সে ১৯৯০ সালে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত বার একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এর পর তার পড়াশোনা আর এগোয়নি। জ
জানা গেছে, নারায়ণগঞ্জের দুর্ধর্ষ সন্ত্রাসী জাকির খানের পিতা দৌলত খান ছিলেন তৎকালীন টানবাজার পতিতালয়ের গডফাদার। এ পতিতালয় থেকে আয় হতো লক্ষাধিক টাকা। ১৯৮৯ সালে জাতীয় পার্টির ছাত্র সমাজে যোগ দিয়ে জাকির খান অল্প সময়ের মধ্যেই বাবার অবৈধ অর্থের কারণে গড় তোলে নিজস্ব বাহিনী। সে সময়ে জাতীয় ছাত্র সমাজ নিয়ন্ত্রন করতো নারায়ণগঞ্জের ছাত্র রাজনীতি। ১৯৯১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি কমা-ার সিরাজুল ইসলামের পুত্র তৎকালীন ছাত্রদল নেতা টানবাজার এলাকার মাজহারুল ইসলাম জোসেফের সঙ্গে জাকির খানের বিরোধ চরম আকারে রূপ নেয়। মূলত শহরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই তাদের মধ্যে ওই বিরোধ ছিল। সে সময়ে জোসেফের পক্ষে কাজ করে মিল্টন। হাতে তুলে নেয় অত্যাধুনিক অনেক অস্ত্র। অস্ত্র চালানোয় সিদ্ধহস্ত মিল্টন অল্পদিনেই জোসেফের আশীর্বাদে বেপরোয়া হয়ে ওঠে। সে সময়ে টানবাজার, বাবুরাইল, দেওভোগ, নিতাইগঞ্জ এলাকায় প্রায়শই ঘটতো বন্দুকযুদ্ধের ঘটনা। এসব বন্দুকযুদ্ধে জোসেফ বাহিনীর পক্ষে মিল্টনের ভূমিকা ছিল আলোচিত। এ কারণে জাকির খান ও তার বাহিনীর কাছে মিল্টন ছিল হুমকিস্বরূপ। তাছাড়া ওই সময়ে টানবাজার পতিতাপল্লী থাকায় সেখান থেকে প্রতিমাসে চাঁদা ওঠতো, যার একাংশের ভাগ পেত মিল্টন। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের পুরো পাচঁ বছরে সে দাপটের সহিত দাবড়িয়ে বেড়িয়েছে পুরো শহর। তবে সে সময়ে মিল্টন একজন দক্ষ ফাইটার হিসেবেই শহরে খ্যাতি লাভ করে। এক পর্যায়ে মিল্টন নিজেই বাবুরাইল ও এর আশপাশ এলাকায় নিজেই একটি পৃথক গ্রুপ তৈরী করে। এ বাহিনীর নেতৃত্বে ছিল বাবুরাইরের দুর্ধর্ষ সন্ত্রাসী মেজর ও পারভেজ। এ গ্রুপের নাম ছিল “বিচ্ছু গ্রুপ’’।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিল্টন তার এক আতœীয়ের হাত ধরে ঢাকার জুরাইন এলাকার কমিশনার রোডে আড্ডা জমায়। সেখানে মিল্টনের সঙ্গে পরিচয় হয় ঢাকার কুখ্যাত সন্ত্রাসী ডাকাত শহীদের।
জানা গেছে, ডাকাত শহীদের আশীর্বাদে ঢাকার বেশ কয়েকটি কিলিং মিশনে অংশ নেয় সে। সখ্যতা গড়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের সঙ্গে। আওয়ামীলীগ সরকারের পুরো পাচঁ বছর ঢাকায় অবস্থানের পর ২০০১ সালের অক্টোবর মাসে মিল্টন ফের নারায়ণগঞ্জে ফিরে আসেন। কিন্তু তখনও জোসেফের সঙ্গে জাকির খানের দ্বন্ধ থাকায় এক পর্যায়ে মিল্টন টানবাজার এলাকা ত্যাগ করে। তাছাড়া ওই সময়ে টানবাজার এলাকার গার্মেন্ট ব্যবসা, চাঁদার টাকার ভাগভাটোয়া নিয়ে জোসেফের সঙ্গে মিল্টনের বিরোধ দেখা দিলে মিল্টন শহরের মিশনপাড়া এলাকায় যুবদল নেতা (২০০৩ সালে ক্রসফায়ারে নিহত) দুর্ধর্ষ সন্ত্রাসী মমিনউল্লাহ ডেভিড গ্রুপে চলে আসে। ডেভিডের অত্যাধুনিক অস্ত্র সে সমেয় মিল্টনের কাছে রক্ষিত থাকতো।
জানা গেছে, এসব অত্যাধুনিক অনেক অস্ত্র সে সময়ে অনেক কিলার গ্রুপের কাছে ভাড়া দেওয়া হতো। ২০০৩ সালের দিকে মিশনপাড়া এলাকার ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজীব সরকারী তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ে ঘাটি করলে তার সঙ্গে সম্পৃক্ত হয় মিল্টন। সে সময়ে মূলত অস্ত্র ভাড়া দিয়েই প্রচুর অর্থ উপার্জন করতো মিল্টন।
তার ঘনিষ্ট একটি সূত্র জানান, মিল্টন ঢাকাতে বেশ কয়েকটি হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তার টিকিটি পর্যন্ত ছুতে পারেনি পুলিশ। মিল্টন অস্ত্র চালানোয় যেমন সিদ্ধহস্ত ছিলেন তেমনি অনেক হত্যাকা-ের পর কোন বুঝারও উপায় ছিল না যে সে ওই হত্যাকা-ে জড়িত। এ কারণেই সে নারায়ণগঞ্জে সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত ছিল। ২০০৪ সালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় বরিশাইল্লা ফিরোজকে প্রকাশ্য গুলি করে হত্যা করে মিল্টন। এর পর এই সাইলেন্ট কিলার শহরময় আলোচিত হয়। এর আগে শহরের টানবাজার এলাকায় পুলিশের সোর্স খোরশেদ, ঢাকার কেরানীগঞ্জ এলাকার জাকির সহ একাধিক হত্যাকা- ঘটালেও স্বাক্ষীর অভাবে পার পেয়ে যায়। বরিশাইল্লা ফিরোজ হত্যাকা-ের পর কিছুদিন আতœগোপনে ছিল মিল্টন। পরে নতুন এক রূপে আবির্ভূত হয় মিল্টন।
পোশাক পরিবর্তন করে আধুনিক ও পশ্চিমা বিশ্বের নতুন ফ্যাশনাবল জামা কাপড়, হাত ও গলায় আংটি-চেইন, বুট জুতা, মাথাং রং বেরংয়ের ক্যাপ পরিহিত থাকতো সর্বদা। সঙ্গে থাকতো দুইজন বডিগার্ড। মিল্টন নিজের কাছে রাখতো অত্যাধুনিক অস্ত্র।
নিউজ নারায়ণগঞ্জ
Leave a Reply