৯ মে গজারিয়া গণহত্যা দিবস

বৃহস্পতিবার (৯ মে) মুন্সীগঞ্জের গজারিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে হানাদার বাহিনী মুন্সীগঞ্জে প্রবেশরে সময় গজারিয়ার ফুলদী নদীর পাড়ে গোসাইচর, নয়ানগর, গজারিয়া, কাজীপুরা, বাঁশগাও ও বালুরচর গ্রামের ৩শ ৬০ জন কৃষককে ব্রাশফায়ার করে হত্যা করেছিল।

হানাদাররা তাদের এ দেশীয় দোসরদের সহায়তা নিয়ে আগুন দিয়েছিল গ্রামগুলোর অসংখ্য বাড়িঘরে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী বাংলাদেশের যেসব অঞ্চলে গণহত্যা চালায় এরমধ্যে গজারিয়া হত্যাযজ্ঞ অন্যতম। তাই ৯ মে’র স্মৃতিচারণ করে এখনো অনেকে শিউরে ওঠেন।


গজারিয়া-রসুলপুর সড়কের গজারিয়া টেলিফোন এক্সচেঞ্জের কাছেই এ গণ কবরটির অবস্থান। দীর্ঘদিন অবহেলিত থাকার পর কয়েক বছর আগে শহীদদের নামফলক নির্মাণ করা হলেও ঝোপ-জঙ্গলে ঢাকা পড়ে থাকে এ গণ কবরটি।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুননাহার বাংলানিউজকে জানান, প্রতিবছরের ন্যায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদদের উদ্যোগে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply