টঙ্গীবাড়ীতে শিবিরকর্মী গ্রেফতার

বুধবার মধ্যরাতে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও জামায়াত শিবিরের সক্রিয় সদস্য মোঃ মামুন হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনর্চাজ আব্দুল খালেক জানান, মামুন জামায়াত শিবিরের একজন সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরকের মামলা রয়েছে।


এছাড়া অভিযোগ রয়েছে গত ৩০ তারিখে কলেজের বোর্ড পরীক্ষা চলাকালীন সে কলেজের ডিউটি ফাকি দিয়ে মুন্সীগঞ্জের হেফাজতের ইসলামের সমাবেশে যোগ দেন।

এছাড়াও কলেজে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। যে কোন সময় সে এলাকায় নাশকতা চালাতে পারে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মামুনকে কলেজের সহকারী লাইব্রেরিয়ান মোঃ শাহীন মিয়ার কক্ষ থেকে গ্রেফতার করা হয় ।

নিউজএক্সপ্রেস

Leave a Reply