কমিউনিটি রেডিও তৃণমূল জণগোষ্ঠীর জীবন-জীবিকার মান উন্নয়নে অবদান রাখছে

rb12আরজে শিবলী ও আরজে পলকের উপস্থানায় “আমার বিক্রমপুর” নামের একটি অনুষ্ঠান শ্রোতা মহলে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছে এবং জনপ্রিয়তা পেয়েছে। সমকালীন ক্যারিয়ার ও লাইফ স্টাইল বিষয়ক এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকা হতে সন্ধ্যা ৭.০০ঘটিকা পর্যন্ত প্রচার করা হয়। ইতিমধ্যে ১২টি পর্ব প্রচারিত হয়েছে। গত শুক্রবার ১২তম পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিশুতোষ সংবাদভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তখবর’-এর প্রযোজক-উপস্থাপক একুশে টিভির আহনাফ জান্নাত পূর্ণতা। এ দেশের কিশোর সাংবাদিকতার অন্যতম উদাহরণ পূর্ণতা জিতেছেন নানা পুরস্কার ইন্টারন্যাশনাল লায়ন্স অ্যাওয়ার্ড (২০১১), সেভ দ্য চিলড্রেন অ্যাওয়ার্ড (২০০৯), স্বাধীনতা সংসদ পুরস্কার (২০১১), প্লান বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড (২০১০)। পূর্ণতা এখন আইন বিষয়ে পড়ছেন ব্রিটিশ কাউন্সিলের অধীনে একটি ল’ কলেজে। নাচ, গান আর বিতর্কে পারদর্শী। বিতার্কিক হিসেবে জিতে নিয়েছেন ২০০৭ সালের বাংলাদেশ টেলিভিশনের শ্রেষ্ঠ বিতার্কিকের সম্মাননা। গল্প ও আড্ডার ফাকে ফাকে তিনি গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন।


মনের কথা প্রানের সুর রেডিও বিক্রমপুর ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও। যা ইতিমধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। রেডিও বিক্রমপুর এফ.এম ৯৯.২ মিটার ব্যান্ডে সপ্তাহের সাতদিন অনুষ্ঠান প্রচার করে আসছে। মুন্সীগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, চাদপুর ও কুমিল্লার কিছু এলাকায় এর অনুষ্ঠান শোনা যায়। এছাড়া দেশে কিংবা বিদেশে সরাসরি অনলাইনে শুনতে লগ ইন করুন radiobikrampur.fm.

rb12

Leave a Reply