৩ দিন পর গজারিয়ার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ

তিন দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়া গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। মেরামত কাজ শেষে সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলাম।


বৃহস্পতিবার বিকেলে প্রচণ্ড্র ঝড়ে বিদ্যুতের টাওয়ার থেকে তাড় ছিড়ে গেলে এসব গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এতে দুর্ভোগে পড়ে পড়ে প্রায় আড়াই লাখ মানুষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply