আড়িয়ল বিলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে নুনু মিয়া (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকায় আড়িয়ল বিলে পাকা ধান কাটতে গেলে সোমবার বিকেলে বিষধর সাপে দংশনের শিকার হন ওই কৃষক। ওই দিন দিবাগত মধ্য রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বাড়ৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মাষ্টার কৃষকের মৃত্যু হওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় সাপুড়ে দিয়ে সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত কৃষককে বাঁচাতে ঝাড়ফুক করা হয়। সাপুড়েদের প্রচেষ্টা বিফলে গেলে মধ্য রাতে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত কৃষক নুনু মিয়া জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার মোজাহার আলীর ছেলে।

যমুনা নিউজ

Leave a Reply