সিরাজদিখান-ঢাকা সড়কে যানবাহন বন্ধ

মালবাহী ট্রাক দুর্ঘটনায় বেইলি ব্রিজের ঝালাই ছুটে গিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান-নিমতলা-ঢাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের রশুনিয়া বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটার পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী, বেতকা, তালতলা, সিরাজদিখান ও নিমতলা সড়কে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বড়-মাঝারি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আগামী তিনদিন পর এ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে বলে সড়ক ও জনপথের একটি সূত্র জানিয়েছেন।

সড়ক ও জনপথের মুন্সীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল হোসেন জানান, একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লে বেইলি ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। এতে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

তিনি জানান, বুধবার থেকে ব্রিজের মেরামত কাজ শুরু হবে। মেরামত শেষে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply