তিন ভূয়া ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীর কারাদন্ড

সোমবার দুপুরে ড্রাইভিং কম্পিউটেন্সি টেস্ট পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন ব্যক্তি এখন শ্রীঘরে! মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসন্নাহার নারায়ণগঞ্জের সুশান্ত ঢালী (৩৫), বেলায়েত হোসেন (৩৪) ও গিয়াসউদ্দিন (৫০) নামের তিন ভূয়া পরীক্ষাকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছে। দন্ডপ্রাপ্তরা জানায়, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মো. নেকবর নামের এক ব্যাক্তি তাদের এ কাজে নিয়োগ করে।


এই তথ্য নিশ্চিত করে ড্রাইভিং লাইসেন্স কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূইয়া জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই পরীক্ষা ৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছিল। এদের মধ্যে এই তিন জন যথাক্রমে মনির হোসেন, হাবিবুর রহমান ও জিয়াউল হকের প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয়। ছবির সাথে মিল না থাকায় তাদের আটক করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, একটি সংঘবদ্ধ দল মোট অঙ্কের টাকা নিয়ে এভাবে ভূয়া পরীক্ষার্থী সাজিয়ে লাইসেন্স গ্রহনের পায়তারা করছিল, এই চক্রটির সকল সদস্যকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply