যারা পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয় তারা মুসলমান হতে পারে না

‘যারা পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেয়, অরাজকতার মাধ্যমে মানুষের ক্ষতি করে, তারা মুসলমান হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম, মানবতার ধর্ম। প্রকৃত মুসলমানরা শান্তি-শৃঙ্খলা ও মানব সেবায় বিশ্বাসী।

মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা ও সন্ত্রাস বিরোধী কমিটির সভায় বক্তরা এ কথা বলেন। সভায় গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি আলহাজ মমতাজ বেগম এমপি বলেন, হেফাজতে ইসলামের নামে যাঁরা অরাজগতা করেছে তারা ইসলামের শত্রু। পিপি এ্যাডভোকেট আব্দুল মতিন বলেন, মুন্সীগঞ্জ থেকেও গত ৫ মে কওমী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র শাপলা চত্ত্বরে গিয়েছিল, সকলেই ফিরে এসেছে, নিখোঁজের কোন ঘটনা নেই। এখানেও প্রমান নিখোঁজের অভিযোগ মিথ্যাচার মাত্র।


জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন প্রশ্ন করেন, ফেসবুকে কিছু মিথ্যাচার নিয়ে কওমী মাদ্রাসার শিক্ষক ছাত্রারা এভাবে আন্দোলনে নামলো, আর পবিত্র কোরআন শরীফ আগুনে পোড়ানোর দৃশ্য সবগুলো মিডিয়ায় প্রচার করেছে, কিন্তু তার প্রতিবাদে কোন আন্দোলন নেই কেন? মুফতী সারোয়ার হোসেন বলেন, হেফাজতে ইসলাম এখন নিরব থাকলেও যেকোন সময় মাথা চারা দিয়ে উঠতে পারে।

গজারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, হেফাতে ইসলাম, জামায়াত ও বিএনপি মিলে ষড়যন্ত্র করছে। প্রশাসনের এক শ্রেনীর লোক ভেতরে ঘাপটি মেরে থেকে তাদেরকে সহায়তা করছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন বলেন, হেফাজতে সমানে রেখে জামায়াত-বিএনপি অর্থসহ নানা কিছু যোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্ট করছে। এছাড়া সভায় শহরে ঘন ঘন ডাকাতি ও মাদেকর আগ্রসন নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার গোলাম সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক পরিষিÍতি নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পিপি এড আব্দুল মতিন, সলেমান দেওয়ান, আমিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, কামালউদ্দিন আহমেদ, মুফতি মো. শহিদুল্লাহ, মুফতি মো. সরোয়ার হোসাইন, শাহিন মো. আমানুল্লাহ ও ওসি মো. শহিদুল ইসলাম প্রমুখ।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply