অতি বর্ষণ ও কৃষিশ্রমিকের অভাব
মামুনুর রশীদ খোকা: টানা বর্ষণের কারণে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলের প্রায় ২৪ হাজার একর জমির পাকা বোরো ধান ঘরে তোলা হচ্ছে না কৃষকের। এর অধিকাংশ পাকা ধানই বৃষ্টিতে তলিয়ে বিনষ্ট হয়েছে। এখানে এক মণ পাকা ধানের দামেও একজন কৃষিশ্রমিক মিলছে না এখন। জমিতে পাকা ধান কাটা থেকে শুরু করে মাড়াই পর্যন্ত দৈনিক প্রতি কৃষিশ্রমিককে এক মণ পাকা ধান দিতে রাজি কৃষকরা। তবুও জমিতে পানি নিচে তলিয়ে থাকা পাকা বোরো ধান কাটায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। আড়িয়ল বিলে বিষধর সাপের কারণে কেউ ধান কাটতে পানিতে নামতে চান না।
সরেজমিন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে দেখা গেছে, বিলের চারপাশের জমিতে পাকা ধানের শিস বৃষ্টির পানিতে দুমড়ে-মুচড়ে রয়েছে। হিসাব অনুযায়ী আড়িয়ল বিলে এখনও পর্যন্ত ৩৭ হাজার টন পাকা বোরো ধান জমিতেই রয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হাবিবুর রহমান জানান, এ মৌসুমে জেলায় ২৫ হাজার ১৫১ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। অতিবৃষ্টিতে শতকরা ৫০ ভাগ পাকা ধান বিনষ্ট হয়েছে। আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল জানান, বৃষ্টিতে পাকা বোরো ধান তলিয়ে যাওয়ায় কৃষককুল সর্বস্বান্ত হতে চলেছেন। একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে বিষধর সাপের বিচরণের কারণে এক মণ পাকা ধানের দামেও একজন শ্রমিক পাওয়া যাচ্ছে না। এক মণ ধান বিক্রি করে ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা পান কৃষকরা। সেই এক মণ ধানের দাম দিয়েও একদিনের জন্য একজন কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না।
শ্রীনগর উপজেলার কৃষি কর্মকর্তা মকবুল হোসেন জানান, গাদিরঘাট, মদনখালী, বাড়ৈখালী, আলমপুর, লস্করপুর, মত্যখালী, হাষাড়া, শ্রীধরপুর প্রভৃতি গ্রামজুড়ে আড়িয়ল বিলের অবস্থান। শুধু এ বিলেই ২৪ হাজার ২৬৮ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বিলে এবার ৩৭ হাজার ৩৭৩ টন বোরো উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এবার বিলে বোরোর বাম্পার ফলন হয়েছে। এ বাম্পার ফলন সত্ত্বেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা।
আড়িয়ল বিল ছাড়াও জেলার শ্রীনগর উপজেলার পুইন্যার বিল, কান্দার বিল, হাষাড়গাঁও চক, পাটাভোগ চক, বাড়ৈগাঁও চক গ্রামে বোরো চাষিদের সর্বনাশ ডেকে এনেছে অতিবৃষ্টি। আড়িয়ল বিলের আলমপুরের চাষি আলম চান মুন্সী ও লস্করপুরের চাষি মহসিন ঢালী জানান, বিলের সর্বত্র সাপ আতঙ্ক বিরাজ করছে। চাষিরা পাকা ধান কাটতে গিয়ে সাপের দংশনে প্রাণ হারানোর শঙ্কায় ভুগছেন।
সমকাল
=======================
অতি-বর্ষনে কৃষকের পাকা ধান পানিতে
দেশের অন্যতম শষ্য ভান্ডার আড়িয়ল বিলসহ মুন্সীগঞ্জের বিল-চকের ১৫ হাজার হেক্টর জমির পাকা ধান ভারী বর্ষনের পানিতে তলিয়ে কৃষকের সর্বনাশ হয়েছে। ধান চাষে যা খরচ হয়েছে-তা অপুরনীয় ক্ষতির সম্মুখে সর্বশান্ত হতে চলেছেন কয়েক হাজার কৃষক। পাকা ধান ঘরে তোলার মৌসুমের শুরুতে গেলো কয়েক দিনের টানা বর্ষনে হাজার হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়েছে। বিস্তীর্ণ ফসলের ক্ষেতে ধানের শীষের মাথার উপর ৩-৪ ফুট উচ্চতায় বর্ষনের পানি প্রবাহিত হচ্ছে। কোমর পানি বিরাজ করছে ধানের ক্ষেতে। এতে করে পাকা ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে থাকা কৃষকের এখন মাথায় হাত। কাজেই ভারী বর্ষনে পাকা ধান তলিয়ে যাওয়ার কারনে এবার ধান চাষাবাদ করে ভালো নেই মুন্সীগঞ্জের কৃষকেরা।
রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল, পুইন্যার বিল, কান্দারবিল, হাষাড়গাঁও চক, পাটাভোগ চক, বাড়ৈগাঁও চক ও লৌহজং উপজেলার যশলদিয়া চকের ধান চাষীদের সঙ্গে কথা বলে বর্ষনের পানিতে পাকা ধান তলিয়ে ধান চার্ষীদের সর্বনাশ হওয়ার চিত্র পাওয়া গেছে।
উপজেলা কৃষি অফিসার মকবুল হোসেন জানান, দেশের অন্যতম শষ্য ভান্ডার খ্যাত আড়িয়ল বিলের কৃষকরা এ বছর তাদের অর্ধেক পাকা ধানও ঘরে তুলে নিতে পারেননি। ধান উত্তোলনের মৌসুমের শুরুতেই অতি-বর্ষন দেখা দেওয়ায় আড়িয়ল বিলের ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির পাকা ধান এখন পানির নীচে। এমতাবস্থায় কয়েক হাজার কৃষক পাকা ধান কেটে ঘরে তুলে নিতে পারছেন না। জমিতে মানুষ ঠাঁই হয় না-এমন পানি বিরাজ করছে। ধানের শীষ পানিতে তলিয়ে রয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিরঘাট, মদনখালী, বাড়ৈখালী, আলমপুর, লস্করপুর, মত্যখালী, হাষাড়া, শ্রীধরপুর এলাকাস্থ আড়িয়ল বিলের বিস্তির্ণ হাজারো হেক্টর জমির পাকা ধান বর্ষনের পানিতে তলিয়ে রয়েছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিসার মকবুল হোসেন জানান, দেশের অন্যতম শষ্য ভান্ডযার খ্যাত আড়িয়ল বিলের কৃষকরা এ বছর তাদের অর্ধেক পাকা ধানও ঘরে তুলে নিতে পারেননি। ধান উত্তোলনের মৌসুমের শুরুতেই অতি-বর্ষন দেখা দেওয়ায় আড়িয়ল বিলের ১০ থেকে ১২ হাজার হেক্টর জমির পাকা ধান এখন পানির নীচে। এমতাবস্থায় কয়েক হাজার কৃষক পাকা ধান কেটে ঘরে তুলে নিতে পারছেন না। এমন অবস্থ্য়া গতকাল শুক্রবার পর্যন্ত গেলো এক সপ্তাহ জুড়ে আড়িয়ল বিলের সর্বত্র এ সাপ আতংক বিরাজ করছে বলে দাবী করেন এই কৃষি কর্মকর্তা। তিনি ভুক্তভোগী ধান চাষীদের কথা বলে সাপ আতংকের চিত্র পেয়েছেন আড়িয়ল বিল জুড়ে-এমন দাবী করেছেন।
চাষী আব্দুর কাদের জানান, অতি-বর্ষনের পানিতে তলিয়ে যাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে রয়েছেন চাষীরা। দিনমজুর শ্রমিকরা প্রত্যেহ ৫’শ টাকার মজুরিতেও পাকা ধান কাটতে যেতে রাজী হচ্ছেন না।
যমুনা নিউজ
Leave a Reply